চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ১৯:০৩
অ- অ+

চাঁদপুরে রোজিনা আক্তার মুক্তা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহরাস্তি উপজেলার রায়শ্রী উনকিলা গ্রাম থেকে শুক্রবার তার মরদেহটি উদ্ধার করা হয়।

রোজিনা আক্তার ওই গ্রামের মহসীন বেপারীর স্ত্রী এবং কচুয়া উপজেলার গোহাট ইউনিয়নের নাওপুরা গ্রামের মফিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় মুক্তার অভিভাবক থানায় অভিযোগ করেছে।

থানা সূত্রে জানা গেছে, দুই বছর আগে পারিবারিকভাবে মুক্তা ও মহসীনের বিয়ে হয়। এক মাস আগে মুক্তা একটি মেয়ে সন্তান জন্ম দেন। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মুক্তার শ্বশুরবাড়ির লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।

তবে মুক্তার বাবা মফিজুর রহমানের অভিযোগ, তার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ কারণে সে অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন আগে তারা মুক্তাকে মারধরও করেছিল।

শাহরাস্থি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর হোসেন মামুন ঢাকাটাইমসকে বলেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা