সাড়ে পাঁচ বছরের সর্বোচ্চ অবস্থানে পুঁজিবাজারে সূচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৬:৩০

ছয় বছরেরও বেশি মন্দা কাটিয়ে প্রাণ ফিরে পাওয়া পুঁজিবাজার সাড়ে পাঁচ বছরের মধ্যে সূচকের রেকর্ড হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান হয়েছে ৫৭৩৬ পয়েন্ট। ২০১১ সালের ৩ অক্টোবরের পর এটাই সূচকের সর্বোচ্চ অবস্থান।

২০১০ সালের ধসের পর গত নভেম্বর-ডিসেম্বর থেকে ঢাকার পুঁজিবাজার আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে। কাটছে লেনদেনের খরা। ধীরে ধীরে বাজার একটি স্বাস্থ্যকর অবস্থায় যাচ্ছে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

বুধবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেনও বেড়েছে কিছুটা। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯০ কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা।

গত ডিসেম্বর থেকেই ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। বাজারে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই খাতের প্রতিষ্ঠানের দরবৃদ্ধিতে। গত ডিসেম্বর থেকে বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দামই উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

বুধবার জ লেনদেনের শুরু থেকেই ব্যাংক, বিমা, আইটি, বিবিধ এবং বস্ত্র খাতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৭৭ পয়েন্টে।

লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৯টির এবং বদলায়নি ৪৯টির।

এক পর্যায়ে সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৫৭২৪ পয়েন্টে। তবে দিন শেষে কিছুটা কমেছে তা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৭৮৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১০টির এবং বদলায়নি রয়েছে ২৭টির। লেনদেন হয়েছে ৮০ কোটি ৯২ লাখ ৯৮ হাজার টাকা।

ঢাকাটাইমস/২২মার্চ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :