চাঁদাবাজি: বাবাসহ ছাত্রলীগ নেতা কারাগারে
চাঁদাবাজির মামলায় ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও তার বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবাইয়া আমিনার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল ও তার বাবা তোফাজ্জেল হোসেন ওরফে ভুয়া মেজর।
সংশ্লিষ্ট আদালতের জিআরও রাশিদা বেগম জানান, একই উপজেলার উত্তর চরাইল গ্রামের আব্দুল মান্নান খানের দায়ের করা চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে বাবা তোফাজ্জেল হোসেন ও তার দুই ছেলে ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল ও রাজু হোসেন জামিন আবেদন করেন।
বিচারক রাজুর আবেদন মঞ্জুর করে বাবা ও তার ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদী আব্দুল মান্নান খান বলেন, উপজেলার ডিগ্রি কলেজ মোড় এলাকায় নিজের কেনা জমিতে তিনি বাড়ি নির্মাণের কাজ করে আসছিলেন। বাড়ি নির্মাণের শুরু থেকেই ছাত্রলীগ সভাপতি এবং তার বাবা ও ভাই ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত ১৭ মার্চ দুপুরে বাড়ির নির্মাণ কাজ চলাকালে বাবা তোফাজ্জেল হোসেন, তার দুই ছেলে রুবেল ও রাজুসহ অজ্ঞাতরা বাড়ির কাজ বন্ধ করে দিয়ে নির্মাণ সামগ্রী ভ্যান গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় বাবা ও দুই ছেলেসহ অজ্ঞাতদের আসামি করে গত ২০ মার্চ তিনি রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। আসামিরা আজ আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক দুইজনকে কারাগারে পাঠান।
(ঢাকাটাইমস/২২মার্চ/এসএমআর/ইএস)
মন্তব্য করুন