আগুনে ক্ষতিগ্রস্তদের সমান ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীদের

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৩:৫১

আগুনে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া ব্যবসায়ীদেরও ক্ষতিপূরণ দেয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে দুরছড়ি বাজারে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত বছর ২০ অক্টোবর রাঙামাটি জেলার অন্যতম বড় বাজার দুরছড়ি বাজারটি সম্পূর্ণ পুড়ে যায়। ২০৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এরমধ্যে ১০৯ জন দোকানদার ছিলেন ভাড়াটিয়া ব্যবসায়ী। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের উদ্যোগ নিলে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া ব্যবসায়ীদের বাদ দিয়ে শুধু দোকান মালিকদের নিয়ে তালিকা করা হয়।

তারা বলেন, দোকান মালিকদের শুধু স্থাপনা পুড়ে গেছে। অন্যদিকে দোকানের ভেতর থাকা সব জিনিসপত্র ব্যবসায়ীদের। বাজারের অধিকাংশ ব্যবসায়ী বাজারে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু এখন ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষতিপূরণের উদ্যোগ নেয়া হচ্ছে। ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষতিপূরণ দেয়া হলে তারা আন্দোলন করবেন বলে জানান ব্যবসায়ীরা।

মানববন্ধনে ব্যবসায়ী সমিতির সভাপতি অমর কান্তি দের সভাপতিত্বে বক্তব্য রাখেন- খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, মেম্বার মো. মনির হোসেন, ব্যবসায়ী বিল্টু চাকমা, রতন কান্তি দে, মদন মল্লিক প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :