স্কুলছাত্র মুশফিক বাঁচতে চায়

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১৫:৪৫

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মোস্তফা গাজীর ছেলে মুশফিকুর রহমান বাঁচতে চায়। ১০ বছর বয়সী এই শিশু ধোপাদী মডেল প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র। অনেক দিন ধরে তার পিঠের মেরুদণ্ডের হাড় বেড়ে যাওয়ায় কোমরে প্রচণ্ড যন্ত্রণায় ভুগছে।

দেশের কয়েকটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানো হলে তারা মুশফিকের মেরুদণ্ডের (স্পাইনাল কর্ড) হাড় বেড়ে গেছে বলে জানান। এজন্য দ্রুত অস্ত্রোপচারের জন্য শিশুটিকে মাদ্রাজ অথবা সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য চার লাখ টাকা লাগতে পারে।

কিন্তু মোটরসাইকেল মিস্ত্রী বাবার পক্ষে এতো টাকা সংগ্রহ করার সামর্থ নেই। সেজন্য সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা উত্তরা ব্যাংক লিমিটেড, নওয়াপাড়া শাখার ব্যাংক একাউন্ট নম্বর –অপ-ঘড়-২৮১৬১১১০০১১২৯৫৫ মোবাইল নম্বর ০১৭১১-৩১০২১৭, ০১৭১১৩৭৮০৩৮।

ঢাকাটাইমস/২৪মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :