দুই কিংবদন্তিকেও পিছনে ফেললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৪:২৭

সাকিব আল হাসান, রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস। তিনজনই বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া তারকা। তিনজনের মধ্যে সাকিব আল হাসান ক্রিকেট খেলে তারকা খ্যাতি পেয়েছেন। আর বাকি দুইজন তারকা খ্যাতি পেয়েছেন টেনিস খেলে।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সাকিব আল হাসান তো ক্রিকেট খেলেন। আর রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস খেলেন টেনিস। তাহলে ফেদেরার ও সেরেনাকে কিভাবে ছাড়িয়ে গেলেন সাকিব। আসল বিষয়টি হলো দীর্ঘদিন ধরে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসকে ছাড়িয়ে গিয়েছেন সাকিব।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান বর্তমানে একইসাথে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি একইসাথে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি অর্জন করেছেন।

সাকিব আল হাসান আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডারের জায়গাটি দখল করে আছেন ৩২৪ সপ্তাহ ধরে। আর মহিলাদের টেনিস র‌্যাঙ্কিংয়ে সেরেনা উইলিয়ামস শীর্ষস্থান দখল করে রেখেছিলেন ৩১৬ সপ্তাহ ধরে। অন্যদিকে, পুরুষদের টেনিস র‌্যাঙ্কিংয়ে ২৩৭ সপ্তাহ ধরে শীর্ষে ছিলেন রজার ফেদেরার।

(ঢাকাটাইমস/২৬ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :