গাজীপুরে পোশাক শ্রমিক খুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:৩০
অ- অ+
ফাইল ছবি।

গাজীপুরের ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক পোশাক শ্রমিক খুন হয়েছেন।

শুক্রবার কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে একটি মাইক্রোবাস থেকে ফাইজুলকে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে পুলিশের কাছে নিয়ে আসে।

পুলিশ তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ মাইক্রোবাসটি আটক করতে পারেনি।

পরে ফাইজুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ফাইজুল ইসলাম রংপুর সদর উপজেলার উত্তর খালিয়া গ্রামের আছিম উদ্দিনের ছেলে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফাইজুল কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত মোল্লাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় ইন্টারস্টপ অ্যাপারেলস কারখানায় চাকরি করতেন।

নিহতের স্বজনরা জানান, ভোরে চন্দ্রায় একটি বুথে টাকা তুলতে যান ফাইজুল। এরপর তার সঙ্গে থাকা মোবাইল ফোনের কললিস্ট থেকে নম্বর সংগ্রহ করে কালিয়াকৈর থানার পুলিশ ফাইজুলের মারা যাবার খবর দেয়।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা