মুক্তমনা সব লেখক হত্যার বিচার দাবি
ব্লগার নাজিমুদ্দিন সামাদসহ মুক্তমনা সব লেখক হত্যার বিচার দাবি করেছে ফ্রি থিংকস মুভমেন্ট বিডি নামে একটি সামাজিক সংগঠন।
শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে নাজিমুদ্দিন সামাদ হত্যার এক বছর উপলক্ষে এই প্রতিবাদী অবস্থানের আয়োজন করা হয়।
প্রতিবাদী সমাবেশে হুমায়ুন আজাদ, রাজীব হায়দার, অভিজিৎ, ফয়সল আরেফিন দীপু, অনন্ত নিলয়সহ সব মুক্তমনা ও ব্লগার হত্যার বিচার দাবি করা হয়।
সংগঠনের সদস্য সচিব সাজ্জাদ সাজু বলেন, ‘নাজিমুদ্দিন সামাদ হত্যার এক বছর হলেও এখনো হত্যাকারীদের বিচার হয়নি। আমরা দেখছি একে একে মুক্তমনা লেখককে হত্যা করা হচ্ছে। কিন্তু বিচার হচ্ছে না। এ বিচার না হওয়ায় হত্যা বেড়ে যাচ্ছে। তাই আমরা নাজিমুদ্দিন সামাদসহ সব হত্যার বিচার চাই।’
সংগঠনের ব্যানারে লেখা ছিল, 'বন্ধ হোক মধ্যযুগীয় নৃশংসতা' , মুক্তচিন্তা মরে নাই ছাড়ে না।’
গত বছর এই দিনে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় হত্যা করা হয় নাজিমুদ্দিন সামাদকে। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন।
(ঢাকাটাইমস/০৭এপ্রিল/জেআর/জেবি)
মন্তব্য করুন