বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:৫০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া হাটখোলা এলাকায় বাস ও বালুবোঝাই ট্রাক ধাক্কা লাগলে ট্রাকটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার পাভেল, জাহাঙ্গীর।এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

নিহত পাভেল সদর উপজেলার শাখারিয়া বাড়ইপাড়ার রাজিব প্রামাণিকের ছেলে এবং জাহাঙ্গীর একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ জানান, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাস আসছিল। বাসটির আগে অপর একটি বালুবোঝাই ট্রাক ছিল। বাসটি পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :