বাল্যবিয়ের আয়োজন, মা ও দাদাকে দণ্ড

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৩৯
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর মা পারভীন আক্তার ও দাদা রিয়াজ উদ্দিনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকাল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অন্নপূর্ণা দেবনাথ এ রায় দেন।

এর আগে উপজেলার ঘাগড়া গ্রামের এক নাবালিকা কন্যার সঙ্গে একই উপজেলার পাকুন্দিয়া এলাকার রাজন নামে এক সিঙ্গাপুর প্রবাসীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে খবর পেয়ে ঘাগড়া গ্রামে ছুটে যান ইউএনও।

এ সময় বরপক্ষ উপস্থিত না থাকায় কনে ও তার মা পারভীন আক্তার এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. মঈন উদ্দিনকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের মা পারভীন আক্তার ও দাদা রিয়াজ উদ্দিনকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পরে জরিমানা পরিশোধ করে এবং ১৮ বছরের আগে বিয়ে দেবে না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করার পর তাদের ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অন্নপূর্ণা দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা