টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গাঙ্গুয়া আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৩২
অ- অ+

গাজীপুরের টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ বহু মামলার আসামি ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ কামরুল হাসান সরকার ওরফে গাঙ্গুয়া (৩৫) কে আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। এসময় তার সহযোগী মহারাজা হোসেন রাজুকেও (২৭) আটক করা হয়।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ব্যাংক মাঠ বস্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী গাঙ্গুয়া ও রাজুকে আটক করা হয়। এসময় তাদের কাছে তল্লাশি করে দুটি দেশীয় ছোড়া উদ্ধার করা হয়। গাঙ্গুয়ার বিরুদ্ধে একাধিক দস্যুতা, হত্যা, অস্ত্র ও মাদক ব্যবসার অভিযোগে মামলা রয়েছে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, গাঙ্গুয়াকে ধরার জন্য বেশ কয়েকবার অভিযান চালানো হলেও প্রতিবারই সে পালিয়ে যায়। এবার আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন সিনেমা
ছুটির দিনেও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, অবস্থান কত জানুন
প্রবাসী স্বামীর ৩২ লাখ টাকা নিয়ে সন্তানসহ উধাও স্ত্রী
কে হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জানা যাবে আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা