কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২১ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ২১:৩২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ২১ দফা দাবি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

ছাত্রলীগের ২১ দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে বাকসু কার্যকর ও নির্বাচন করা, ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও পর্যাপ্ত ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ ও মাদকের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান, বঙ্গবন্ধু স্মৃতি চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের চারটি গেটে চারটি হট নাম্বার চালু করা, একাডেমিক কারিকুলামে আধুনিকীকরণ এবং প্রতিটি ক্লাশরুম সংস্কার ও ডিজিটাল করা, বর্ধিত শিক্ষার্থীদের জন্য নতুন হল নিমার্ণ করা, টিএসসিকে শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষে পরিকল্পনা গ্রহণ ও সংস্কার করা, কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের সব ধরনের বই নিয়ে প্রবেশাধিকারের জন্য আলাদা রুম বরাদ্দ করা, ৭ শতাংশ কোটা বাতিল করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেয়া, পরিবহন ব্যবস্থা উন্নতকরণ ও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা গ্রহণ করা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ খাবার হোটেলগুলোর খাবার মান দেখভালের জন্য পরিদর্শক টিম গঠন ও খাবারের মূল্য নির্ধারণ করা, বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে দ্রুত উদ্যোগী হওয়া, বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ রাস্তা সংস্কার করা, শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি বৃদ্ধি করা, দ্রুত ডিজিটাল আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে সকল আবাসিক এলাকায় মশা নিধনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ, ইন্টারনেট সেবা উন্নতকল্পে আবাসিক হলগুলোতে ব্রডব্যান্ডের ব্যবস্থা গ্রহণ, মেডিকেল কেয়ার সেন্টারের আধুনিকীকরণ ও চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশন চালু করা, বিশ্ববিদ্যালয়ে ভেতরে যানবাহন চলাচল সীমিত করা এবং বিশ্ববিদ্যালয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

ঢাকাটাইমস/২০এপ্রিল/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :