চাঁদপুরে ১৫ দিনব্যাপী বৈশাখী আনন্দ মেলা

চঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৭, ২০:১২
অ- অ+

“উঠেছে দিগন্ত পাড়ে নতুন সূর্য এক, শেকড়ের টানে প্রাণে জেগে উঠুক বাঙালি বিবেক’’ এ স্লোগানে চাঁদপুর শহরে শুরু হয়েছে বৈশাখী আনন্দ মেলা।

শুক্রবার বিকালে মোলহেড ডাকাতিয়া নদীর পাড়ে রক্তধারার পূর্ব পাশে এ মেলার উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মীনি আখতারী জামান।

চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা ১৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসূদা নূর খান।

আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন এর সহধর্মীনি মেহেরুনন্নেছা, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের সহধর্মীনি ইশরাত জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান ও সহধর্মীনি আলো চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, নাজনীন সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শীপ্রা দাস, মেলা উদযাপন পরিষদের আহবায়ক ডাক্তার গোলাম হোসেন জুয়েল, রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী বেপারী, সদস্য সচিব ইকবাল হোসেন বেপারী, প্রধান সমন্বয়কারী আনোয়ার হাওলাদার প্রমুখ।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা