ফ্রি চেকআপ হলেও খসাতে হবে টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ২১:০৭

আমেরিকান টুথপেস্ট ব্র্যান্ড পেপসোডেন্ট বাংলাদেশে ফ্রি ডেন্টাল চেকআপের আয়োজন করেছে। চেকআপ করাতে রেজিস্টার্ড ডাক্তারদের কোনো টাকা দিতে হবে না। তবে চেকআপের সময় চিকিৎসার প্রয়োজন হলে সেজন্য টাকা দিতে হবে।

09-666-999-666 নম্বরে ফোন দিয়ে রোগীকে ডাক্তারের শিডিউল নিতে বলা হয়েছে। ওই নম্বরে কল করার পর ফোন রিসিভ করলেন কাস্টমার কেয়ারের একজন প্রতিনিধি। সমস্যার কথা জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, ‘এভাবে আমাদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন না। আপনাকে আপনার জেলা শহরের রেজিস্টার্ড ডাক্তারদের সঙ্গে কথা বলে শিডিউল নিতে হবে। তবে আপনার নাম ঠিকানা আমাদের কাছে জানালে আমরা নিজেরাই আপনার ঠিকানা অনুযায়ী সেই এলাকার রেজিস্টার্ড ডাক্তারদের কাছে শিডিউল দিয়ে দিব।’

টাকার কথা বললে কাস্টমার কেয়ারের এই প্রতিনিধি জানান, ‘আমদের এই ফ্রি চেকআপে ডাক্তাররা কোনো ফি নেবেন না। তবে আপনার যদি চেকআপে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তবে সেই ট্রিটমেন্টের গুরত্ব অনুযায়ী টাকা কম বেশি দিতে হবে।’

তবে পেপসোডেন্টের ফ্রি ডেন্টাল কেয়ার নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। পেপসোডেন্টের ফেসবুক পেজে কবীর আলমগীর কমেন্টে বলেন, ‘এটি একটি বাজে উদ্যোগ। কাস্টমার কেয়ারে কল করলেই টাকা খরচ। আমি চারদিনে চারবার শিডিউল নিয়েও ডাক্তারের দেখা পায়নি। ডাক্তার থাকে না, না হয় চেম্বার বন্ধ’। সালাউদ্দিন আহমেদ নামের আরেকজন লিখেছেন, ‘বেশ কয়েকবার তো ট্রাই করলাম কলই তো ঢুকছে না’।

আমেরিকান টুথপেস্ট ব্র্যান্ড পেপসোডেন্ট এর ফ্রি ডেন্টাল চেকআপের ক্যাম্পেইন শুরু হয়েছে পহেলা ফেব্রুয়ারি। শেষ হবে ৩০ এপ্রিল।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এসও/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

মরণব্যাধি ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ায় যেসব খাবার ও পানীয়

বাঁচতে হলে জেনে নিন কোন ক্যানসারের কী লক্ষণ

গবেষণা, শিক্ষা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি: বিএসএমএমইউ উপাচার্য

স্বাস্থ্যমন্ত্রীর নামে ‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কতা মন্ত্রণালয়ের

ক্যানসারের ঝুঁকি ও কোষ্ঠকাঠিন্য কমায় তালের শাঁস! ডায়াবেটিসও রাখে নিয়ন্ত্রণে

পরিচিত যেসব খাবার ফুসফুসের সুস্থতার জন্য মহৌষধ

দেশে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি ৩ লাখ ১২ হাজারের অধিক

‘বাত ব্যথার উপযুক্ত চিকিৎসা না করলে ঝুঁকিতে পড়বে জীবন’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :