ভারতে কারাভোগের পর দেশে ফিরল সাত তরুণী

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:১৩ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০১৭, ০৯:১১
ফাইল ছবি

ভারতে দুই বছর কারাভোগের পর বাংলাদেশি সাত তরুণীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করেন।

ফেরত আসা সাত তরুণী হলেন- যশোরের ইছাহার উদ্দিনের মেয়ে রুমি পারভিন (২০), নড়াইলের আবু হাসানের মেয়ে জুলি খাতুন (১৯), একই জেলার আবু তালেবের মেয়ে মরিয়ম খাতুন (১৮), ঢাকার সিরাজ সরদারের মেয়ে সুমি (২০), রংপুরের আহম্মেদ মালের মেয়ে হামিদা খাতুন (১৯), কক্সবাজারের ইমরান হোসেনের মেয়ে ছেনোয়ার আক্তার (১৮) এবং একই জেলার সুলতান আহম্মদের মেয়ে আঞ্জুয়ারা খাতুন (১৮)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি তাদের ভারতের মুম্বাই শহরে নিয়ে যায়। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মুম্বাই পুলিশ তাদের আটক করে। পরে আদালতের রায়ে তাদের দুই বছরের সাজা হয়।

সাজার মেয়াদ শেষে দেওয়ানা শেল্টারহোম নামে একটি এনজিও তাদের নিয়ে যায়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশন পুলিশ কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তরুণীদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেন।

পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক আশরাফ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত আসা তরুণীদের ‘আস্ট্রিক অ্যান্ড কেয়ার’ নামে একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের অভিভাবকদের হাতে তুলে দেবেন।

ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :