টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ১৭:২৬
অ- অ+

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে। অপর জন একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া।

উপজেলার ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবির বিদ্যুৎ লাইন ছিল। একই সঙ্গে স্যাটেলাইটের ক্যাবলও ছিল। শুক্রবার বিকালে ছয়শ মৌজার এক জমিতে ডেরস তুলতে যান হযরত আলী। এসময় জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সঙ্গে বিদ্যুৎ লাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় পাশে থাকা আলতু মিয়া হযরত আলীকে ধরতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

হযরত আলীর স্ত্রী শহর ভানু ও আলতু মিয়ার স্ত্রী হেলেনা বেগম উভয়ের মৃত্যুর কথা নিশ্চিৎ করেছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, এ ধরনে তথ্য এখনও আমার কাছে আসেনি।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা