ফরিদগঞ্জে পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় পুকুর থেকে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মাকসুদুর রহমান (২০)। তিনি গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
মঙ্গলবার দুপুরে মীরপুর আটিয়া বাড়ির পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২৯ এপ্রিল দিনগত রাতে সে নিখোঁজ হন। মাকসুদুর রহমান আটিয়া বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক।
মাকসুদের বোন জামাতা শরীফ জানান, গত শনিবার রাতে মাকসুদ বাড়িতে আসেনি। তারপর থেকেই নিখোঁজ। তার পরিবার থেকেও পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়নি। দুপুরের দিকে বাড়ির লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে জানায়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের বলেন, সংবাদ পেয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল করা হয়েছে। পরিবারের লোকজন এখনো আসেনি। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি করাণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত ছাড়া এখনই বলা যাবে না।
(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন