রাজবাড়ীতে হেরোইনসহ চোরাকারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০১৭, ১১:০২
অ- অ+

রাজবাড়ীতে গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তার নাম নজরুল ইসলাম।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার শাহাদত মেম্বার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নজরুল মেম্বারপাড়ার লোকমান আলী সেখের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে হেরোইনের পাশাপাশি মাদক বিক্রির ২৬ হাজার ৬১০ টাকা এবং একটি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক রাজীব মিনা’র নেতৃত্বে বিভাগীয় স্টাফরা অভিযান চালায়। এসব এসব মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
কিশোর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে আজ পাক হানাদার মুক্ত হয় শ্রীপুর
যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা