ছাত্রলীগ কর্মী হত্যার দুই দিন পর মামলা
নরসিংদীর মাধবদীর আব্দুল্লাহ বাজার এলাকায় ছাত্রলীগ কর্মী রাহাত সরকার হত্যার দুই দিন পর মামলা করেছেন নিহতের বোন ফারহানা সুমা। শনিবার রাতে এ হত্যার পর সোমবার রাত আড়াইটার দিকে এ মামলা করা হয়। এতে চার জনকে নামে এবং বেনামে আরো পাঁচজনকে আসামি করা হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, মামলায় প্রধান আসামি করা হয়েছে নরসিংদী জেলা টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এস এম কাইয়ুমকে। অন্যান্য আসামিরা হলেন- রাজন, সজল ভূইয়া ও মো. লাক মিয়া।
শনিবার রাতে গুপ্ত ঘাতকরা তাকে মাধবদী থানার আব্দুল্লাহ বাজারের নিকট গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। ঘটনাক্রমে এলাকার লোকজন বিষয়টি পুলিশে জানালে, পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে ৮টি গুলির খোসাও উদ্ধার করে পুলিশ। পরদিন রবিবার বেলা ১১টার দিকে লোকমুখে খবর পেয়ে তার স্বজনরা হাসপাতাল মর্গে গিয়ে রাহাত সরকারের লাশ শনাক্ত করে।
নিহত রাহাত নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকার মো. জসিম উদ্দিন সরকারের ছেলে।
(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন