নারায়ণগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৭, ১৫:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্কুলের সীমানা দেয়ালের ভেতর ড্রেন থেকে পাঁচ বছরের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নাজনীন আক্তার জানান, সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শিশুকল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্কুলের সীমানা দেয়ালের ভেতর ড্রেনেজে শিশুর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। ওই শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের পরনে লাল শার্ট ও বাদামী রংয়ের হাফপ্যান্ট। তাকে অন্য কোথাও ২-৩ দিন আগে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, শিশুর লাশ উদ্ধারের পর পরই তার পরিচয় শনাক্তের জন্য দেশের পুলিশ স্টেশনগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এলএ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা