আজ নাটকের অপেক্ষায় বার্সা, শিরোপায় এক পা রিয়ালের
ট্রফি ঝুলে রয়েছে রিয়ালের দিকে। তবু আশা ছাড়ছে না বার্সেলোনা। শেষ দিনে নাটকীয় কিছু যদি ঘটে! আসলে ফুটবলে আগে থেকে কোনো কিছুই বলে দেওয়া যায় না।
রিয়াল মাদ্রিদ কি পারবে মালাগার বিরুদ্ধে ড্র করে পাঁচ বছর পরে লা লিগা জিততে? নাকি বার্সেলোনা ফের শেষ মুহূর্তে ছিনিয়ে নিয়ে যাবে রোনালদোদের মুখের হাসি? লা লিগায় আজ সেই ফয়সালার রাত।
বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে দুই দল। নিজেদের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ এইবার। অন্যদিকে মালাগার মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের সামনে একদমই সহজ সমীকরণ। দুর্বল মালাগার বিরুদ্ধে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন রিয়াল। কিন্তু রিয়াল যদি হারে আর বার্সা তাদের ম্যাচে এ্ইবারকে হারায় তা হলে চ্যাম্পিয়ন মেসিরা। কারণ লা লিগার নিয়ম অনুযায়ী দু’দলের পয়েন্ট যদি সমান থাকে তা হলে মুখোমুখি সাক্ষাতের ফল দেখা হয়। এই মৌসুমে দুটো এল ক্লাসিকোয় অপরাজিত বার্সা। সান্তিয়াগো বানাব্যুতে রিয়ালকে হারিয়েছে। আবার ন্যু কাম্পের ক্লাসিকো ড্র হয়।
এদিকে মালাগার বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে আত্মবিশ্বাসে ফুটছে রিয়াল শিবির। কোচ জিদান বলছেন, ‘আমরা রিয়াল। জয় জিনিসটা আমাদের ডিএনএ-তে রয়েছে। তবু ফুটবলারদের মনে করাতে চাই এখনও আমরা চ্যাম্পিয়ন হইনি।’
রিয়াল ফুরফুরে মেজাজে থাকলেও বার্সায় টেনশনের চোরাস্রোত। বার্সা ম্যানেজার লুইস এনরিকে মনে করছেন, সবকিছু নির্ভর করছে রিয়ালের ওপর। ‘আমরা যত গোল করি না কেন রিয়াল না হারলে কোনও লাভ নেই। আমরা আমাদের কাজটা করব,’ বলছেন এনরিকে।
(ঢাকাটাইমস/২১মে/ডিএইচ)
মন্তব্য করুন