সুন্দরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ১৯:২৬
অ- অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জ ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম শাহ আলম নামে (২৬)।

মঙ্গলবার দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ এলাকা তাকে আটক করা হয়।

সে উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদের নেতৃত্বে উপপরিদর্শক রাজু মিয়া, জসীম উদ্দিন ও মোত্তালেব প্রধান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এমসয় বিশেষ ব্যবস্থায় পাঁচারকালে চরণ এলাকা থেকে ২টি ব্যাগে ভর্তি ১২ কেজি গাঁজাসহ শাহ্ আলমকে আটক করা হয়। গাঁজা পাঁচারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল নামে আরেকজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে থানার উপপরিদর্শক মামুনুর রশীদ বলেন, উদ্ধারকৃত গাঁজার মূল্য হবে আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই রাজু মিয়া বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানোর ব্যবস্থা চলছে।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা