ধর্ষণের অভিযোগ, কবিরাজ গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে এক তরুণী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মাস আগে কবিরাজ মনির শাহর কাছে চিকিৎসা নিতে গেলে ওই কবিরাজ তাকে কৌশলে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার ব্রাক্ষণবাড়িয়া আদালতে মামলা করেন।
পরে মঙ্গলবার রাতে মনির শাহকে গ্রেপ্তার করে পুলিশ।
আখাউড়া থানা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর কালাছড়া গ্রামের এক তরুণী বুকের ব্যথায় আক্রান্ত হলে তাকে আখাউড়া পৌরশহরের খরমপুর গ্রামের কবিরাজ মনির শাহ্র কাছে নেয়া হয়। এরপর চিকিৎসা দেয়ার নামে ওই কবিরাজ তরুণীকে ধর্ষণ করে।
বিষয়টি কাউকে না জানানোর জন্য কবিরাজ তরুণীকে ভয়ভীতিও দেখায়। পরে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। এরপর ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতার পরিবার গত ২৮ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়া আদালতে ধর্ষণ মামলা করেন। পরে আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে কবিরাজ মনির শাহকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ।
একই সাথে ধর্ষিত ওই তরুণীকেও উদ্ধার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, বুধবার বিকালে ওই তরুণীর মেডিকেল চেকআপ করানো হবে।
(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন