ত্রিপুরায় দুই বাংলাদেশি যুবককে মারধর
ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে রাজ্যের আমতলী স্কুলপাড়ার স্থানীয় জনতা। পরে আমতলী থানা পুলিশ আহত বাংলাদেশিদের আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাসান আলী ও সজীব মিয়া নামে দুই বাংলাদেশি যুবককে রাজ্যের আমতলী স্কুলপাড়ায় অহেতুক ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের আটক করে মারধর করে জনতা। খবর পেয়ে আমতলী থানা পুলিশ আটককৃত বাংলাদেশিদের মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশি যুবকদের মারধরের বিরুদ্ধে থানায় মামলা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে ওই দুই যুবকদের ঠিকানা জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন