গাইবান্ধায় কোচ উল্টে আহত ২৫

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ১৬:৩৬
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনাইটেড এন্টার প্রাইজের একটি ডে-কোচ উল্টে ডোবায় পড়ে গেছে। এ দেুর্ঘটনায় শিশু ও নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার বোয়ালিয়ায় শনিবার দুপুর বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার ঢাকাটাইমসকে জানান, দিনাজপুরগামী ইউনাইটেড প্রাইজের একটি ডে-কোচ (ঢাকা মেট্রো-১৪-৯২১৫) ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাস ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি ডোবায় উল্টে যায়।

এ ঘটনায় ওই কোচে থাকা শিশু ও নারীসহ অন্তত পক্ষে ২৫ জন আহত হন। পরে পুলিশ ও সিভিল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা