উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট দিন: খালিদ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০১৭, ২০:৪৮
অ- অ+

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে লুটপাট করবে, উন্নয়ন স্তব্ধ করে দেবে। আওয়ামী লীগের সার্বিক এ উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকায় ভোট দিন। তাইলে আগামীতেও উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শনিবার বিকালে জেলার বিরলে নতুন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নিজ নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে খালিদ মাহমুদ বলেন, বিরল পৌরসভার প্রতিটি রাস্তায় এখন বৈদ্যুতিক বাতি জ্বলে, কাঁচা রাস্তা পাকা হয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিক হয়েছে।

খালিদ বলেন, দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দেয়া হবে। কোনো বাড়ি বিদ্যুৎহীন থাকবে না। এটা আমাদের জন্য উন্নয়নের চ্যলেঞ্জ। উন্নয়নের এ ধারায় সবাইকে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

এর আগে দরিদ্র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বৃত্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৭মে/টিএ/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা