শাহজাদপুরে খালে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে খালের পানিতে ডুবে রাব্বী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃআঙ্গাঙ্গ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি একই গ্রামের মোমিন মিয়ার ছেলে।
নিহতের পিতা মোমিন মিয়া জানান, রাব্বি দুপুরে বাড়ির বাইরে অন্যান্য শিশুদের সাথে খেলতে এসে খালের পানিতে ডুবে যায়। স্থানীয়রা ভাসমান অবস্থায় রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় কায়েমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন