স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাইবান্ধায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত ৮টায় গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি করেন ভিকটিমের চাচা।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাদল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলার লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের নবম শ্রেণির এক ছাত্রীকে বাদল উত্ত্যক্ত করতেন। পরে পরিবারের লোকজন তাকে অন্য স্কুলে ভর্তি করে।ওই স্কুলছাত্রী ও ইউপি চেয়ারম্যানের বাড়ি পাশাপাশি গ্রামে। গত ২৭ মে রাত ১১ টার দিকে মোস্তাফিজুর রহমান ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকার করলে তিনি পালিয়ে যান। ঘটনার পর থেকে মামলা না করার জন্য মেয়েটির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন বাদল।
শনিবার রাতে ওই স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বাদলের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট বন্ধ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী হাসান ঢাকাটাইমসকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/৪জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন