ফরিদপুরে বিশ্বপরিবেশ দিবস পালিত
‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার বিশ্বপরিবেশ দিবস পালিত হয়েছে।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হকের সভাপতিত্বে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. ছায়েফ উল্লাহ তালুকদার, অধ্যক্ষ মোশার্রফ আলী, অধ্যাপক মো. শাজাহান, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।
বক্তারা সুন্দর ও উন্নত পরিবেশসম্মত দেশ গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে অতিথিরা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
(ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন