তরুণী ধর্ষণের মামলায় কারাগারে মামা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নে ভারত সীমান্তবর্তী একটি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছোট মামার ঘরের এক পাশে একটি কক্ষে দুই মাস ধরে থাকতেন ওই তরুণী। সোমবার রাতে তার বড় মামা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। একাধিকবার ধর্ষণের পর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যান বড় মামা।
রাতে সেহরি রান্না করার জন্য উঠে কান্নার অওয়াজ শুনতে পেয়ে ছোট মামা তার স্ত্রীকে নিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।
মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল ভূঁইয়া ঢাকাটাইমসকে বলেন, মঙ্গলবার সকালে ধর্ষিতা নিজে তাকে ঘটনা জানায়। বিষয়টি সামাজিক ভাবে সুরাহা করার জন্য অভিযুক্তকে খোঁজে পাওয়া যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসের তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’ ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/ডব্লিউবি
মন্তব্য করুন