লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ১৫

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২২:৩১
অ- অ+

লক্ষ্মীপুরের কমলনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্য ও নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় হামলা চালিয়ে চারটি বসতঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আহতদের মধ্যে নুরনবী ভুট্টো ও রাবেয়া বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং চরকাদিরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য খোকন পাটওয়ারী, মো. আলাউদ্দিন, মো. সুমন, শাহ আলম, বেল্লাল হোসেন, বিবি কুলছুম ও বটু চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী হারুনুর রশিদের সমর্থক নুরনবী ভুট্টোর একটি পারিবারিক সমস্যা স্থানীয়ভাবে মীমাংসা হয়। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে ওই ওয়ার্ডের সদস্য খোকন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

কমলনগর থানার উপ-পরিদর্শক ডালিম কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা