পাকুন্দিয়ায় অটোচাপায় একজন নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা চাপায় হারিস মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
হারিস মিয়া পৌরসদরের টানলক্ষিয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে হারিস মিয়া আলুর স্টোর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের সৈয়দ মেম্বারের বাড়ির সামনে আসার পর পেছন থেকে একটি অটোরিকশা চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন