ফেনীতে বজ্রপাতে নিহত ২

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৬:৩২
অ- অ+
ফাইল ছবি

ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় মঙ্গলবার সকালে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামের ফরিদ আহাম্মদ (৩৫) ও সোনাগাজী চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলি গ্রামের মাছ বিক্রেতা মো. মামুন (২২)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ওইদিন সকালে পৌর এলাকার আলাইয়ারপুর গ্রামের আইয়ুব আলী ড্রাইভার বাড়ির মজিবুল হক মিয়ার ছেলে ফরিদ আহাম্মদ জলাশয়ে মাছ ধরতে বের হন। এসময় বজ্রপাতে তিনি মারা যান।

অপরদিকে একইদিন সকালে উপজেলার পূর্ব বড়ধলি গ্রামের আবদুল হাদীর ছেলে মো. মামুন মাছ নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন।

দাগনভূঞা-সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাউসার বজ্রপাতে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা