রোমে আ.লীগের ইফতার মাহফিল
ইতালির রাজধানী রোমে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব এক আলোচনা সভায় হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
বিশেষ অতিথি ছিলেন- কে,এম,লোকমান হোসেন, জিএম কিবরিয়া ও হোসনে আরা কিবরিয়া।
অনুষ্ঠানে ছিলেন- কেন্দ্রীয় নেতা জহিরুল হক রঞ্জু, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহাম্মেদ ঢালী, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, গাজী আবু তাহের, যুগ্ম সম্পাদক আতিয়ার রসুল কিটন, সোয়েব দেওয়ান ও আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন বাবুল, আবদুর রহমান, লুৎফর রহমান ও জামান মোক্তার।
এছাড়া যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, রোম মহানগর আওয়ামী লীগ ও রোমা নর্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
(ঢাকাটাইমস/১৫জুন/সিকে/এলএ)
মন্তব্য করুন