অভিনেতা তানভীর তনুর রিমান্ড চাইবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১০:৩০| আপডেট : ১৭ জুন ২০১৭, ১০:৩২
অ- অ+

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা তানভীর তনুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাইবে পুলিশ। এর আগে শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল আলম জানান, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র জানায়, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মরত তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় তানভীর তনুর। ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে তানভীর তনু তাঁর নিজের বাসা ডেকে নেন। এ সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীর তনুর এক বন্ধু ছিলেন। একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। একপর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন।

তরুণীর দায়ের করা ধর্ষণ মামলার পর থেকে এই অভিনেতা পালিয়ে ছিলেন। গতকাল তিনি বাসায় এসেছেন এমন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফুল অ্যান্ড ফাইনাল, স্বপ্নছোঁয়া, গুণ্ডা ও খাস জমিনসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তানভীর তনু। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে নির্মিত নাটক ‘কর্মফল’র সতীশ চরিত্রেও তিনি অভিনয় করেন।

(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলেই গেল শিশু আছিয়া, সেনাবাহিনীর শোক প্রকাশ
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ১৬ জেলে আটক
আরও দুই মাস বাড়লো সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা