এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেলেন মিজ মাসুমা রহমান তানি। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হবেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Film Development Corporation Act, 1957 এর ধারা ৯ ও ৯(ডি) অনুযায়ী মিজ মাসুমা রহমান তানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন