সোহেল-দিতির মেয়ে লামিয়ার পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
অ- অ+

জমিজমা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের হামলায় প্রয়াত চিত্রনায়িকা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরীর পা ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ হামলা ঘটে। এ সময় হামলাকারীরা লামিয়ার গাড়ি ভাঙচুর করে।

লামিয়া চৌধুরী বলেন,জমি দখলের চেষ্টায় ৪০ জনের মতো একটি সন্ত্রাসী দল আমার বাড়িতে হামলা চালায়। তারা হামলা করে আমার একটি পা ভেঙে দিয়েছে। আমার গাড়ি ভাঙচুর করেছে। কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় পালিয়ে এসেছি।’

ঘটনার পরপরই ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।’

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’

কারা লামিয়ার ওপর হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে লামিয়া সংবাদ সম্মেলন করবেন বলে জানান।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে: মাহফুজ আলম
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ৯টি আইফোনসহ ১২টি চোরাই মোবাইল উদ্ধার
শহীদ দুই পরিবারের সাথে বিএনপি নেতা সাজু
সুলতানগঞ্জ নদীবন্দর নিয়ে কোনো টানাপড়েন হবে না: নৌপরিবহন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা