রাঙামাটিতে বজ্রপাতে তিনজন নিহত
রাঙামাটির কাউখালী ও সদর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন।
বরিবার দুপুর ১২ টার দিকে কাউখালী উপজেলার কচুখালী, কাশখালী এবং নানিয়চর উপজেলায় সদর ইউনিয়নের পাতাছড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কচুখালীর মিনুচিং মারমা (৩৪), কাশখালীর আবুল কালাম (৬০) এবং পাতাছড়ির ফুলরাণী চাকমা (৩৫)।
কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম বলেন, দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগে দুজনের মৃত্যু হয়।
অপরদিকে নানিয়াচর ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নে ফুলরাণী চাকমার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন