বাস-ট্রাক সংঘর্ষে ১৫ সেনা আহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০১৭, ১১:৪১ | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১১:৩৮

টাঙ্গাইলের মির্জাপুরে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বাসের সুপারভাইজার লাবলু মিয়া ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর ১৫ জন সৈনিক আহত হন।

আহতদের সাতজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নবীন সৈনিক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ উপজেলার পাকুল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত সৈনিকরা হলেন- সার্জেন আনোয়ার, কর্পোরাল রেজাউল ও নবীন সৈনিকরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার হাসপুকুর গ্রামের সবুজ আলী, পাবনা জেলার সাথিয়া থানার রইখালি গ্রামের মকবুল, ভাগুড়া থানার বাবুইহাট গ্রামের রুবেল,চরপাড়া গ্রামের নাছির উদ্দিন, সাথিয়া উপজেলার মালভার গ্রামের সহিদুল। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানায়।

চট্টগ্রাম থেকে ভাড়ায়চালিত সৈনিকবাহী শ্যামলী পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব-১১-৫১৩৩) বাসটি রাজশাহী যাচ্ছিল বলে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান।

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :