পাটুরিয়ায় বাড়ছে যানবাহনের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৫:৫৫

যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশমুখ পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। বৃহস্পতিবার সকালের দিকে অনেকটা স্বাভাবিক থাকলেও দুপুর ২টার পর থেকে যানবাহনের সংখ্যা বাড়ছে ঘাট এলাকায়। যানবাহনের সারি কখনো দুই কিলোমিটার থেকে তিন কিলোমিটারে ছাড়িয়ে যাচ্ছে। তবে ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক আজমল হোসেন ঢাকাটাইমসকে জানান, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে ছোট বড় মোট ১৭টি ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপারের কাজ। বিকালের মধ্যে আরও একটি রো-রো ফেরি এই বহরে যোগ হবে। তিনি দাবি করেন, ঘাটে পর্যাপ্তসংখ্যক ফেরি থাকায় কোনো ধরনের ভোগান্তি ছাড়া ঈদে ঘরমুখো যাত্রীরা পার হতে পারবে।

এদিকে সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‌্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর ছয় শতাধিক সদস্য মোতায়েন রাখা হবে। তিনি আশা করেন. কোনো ধরনের ভোগান্তি ছাড়া এবার ঈদে ঘাট পার হতে পারবে যাত্রীরা।

(ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :