সাভারে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক (সাভার), ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১৫:০০ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৪:৫৬

বৃহস্পতিবার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ছুটির পর সাভারের মহাসড়কগুলোতে গাড়ির চাপ বৃদ্ধি পেলেও এখন তা স্বাভাবিক রয়েছে।

শুক্রবার সকাল থেকে থেকেই ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে গাড়ির বাড়তি কোনো চাপ দেখা যায়নি। এসময় নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কটি অনেকটাই ফাঁকা দেখা গেছে। তবে বিকেল থেকে এই সড়ক দুটিতে গাড়ির চাপ বাড়তে পারে বলে জানিয়েছে জেলা পুলিশ।

তবে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, সাভার বাজার বাস স্ট্যান্ড ও নবীনগর ত্রিমোড় এলাকায় কিছুটা গাড়ির চাপ ছিল। তবে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ঢাকাটাইমসকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা জেলা পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আজ সকাল থেকে সাভারের মহাসড়কগুলোতে স্বাভাবিক যানচলাচল রয়েছে। তবে বিকেল থেকে এই চাপ বাড়ার শঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩জুন/আইআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :