রূপগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৭, ১৮:১০

জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উজ্জ্বল নামে ৩২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল উপজেলার ব্রাক্ষণখালী এলাকার কফিল উদ্দিনের ছেলে।

নিহতের বাবা চা বিক্রেতা কফিলউদ্দিন জানায়, একই এলাকার আব্দুল্লাহ ও তার তিন ছেলে হযরত আলী, ফরিদ আলী ও আল-আমিনের সঙ্গে কফিল উদ্দিনের অনেকদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার বিকালে হযরত আলী মোবাইল ফোনে তার ছেলে উজ্জ্বলকে ডেকে নিয়ে আসে। রাতে হযরত আলী, ফরিদ আলী ও আল-আমিন তিনজনে উজ্জ্বলকে পিটিয়ে আহত করার পর ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উজ্জ্বলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। পরে ঢামেকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। এছাড়া সন্দেহভাজন ঘাতক হযরত আলীকে আটক করা হয়েছে।

ঢাকাটাইমস/২৪জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :