বাংলাদেশ সিরিজের অপেক্ষায় ডিভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইম
| আপডেট : ২৬ জুন ২০১৭, ১৫:১৪ | প্রকাশিত : ২৬ জুন ২০১৭, ১৫:০১

বয়স ৩৩। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার এখনই উপযুক্ত সময় নয়। হ্যাঁ, ক্যারিয়ার চালিয়ে নিবেন। তবে সব টুর্নামেন্ট বা সিরিজে হয়তো দেখা যাবে না এবিডি ভিলিয়ার্সকে। তবে সব কিছু স্পষ্ট করবেন কয়েক মাস পরে। দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যত কর্মপন্থা ঠিক করবেন বলে জানান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

রবিবার ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শেষ হয়েছে। এবার দেশে ফেরার পালা। আপাতত বিশ্রাম। সেপ্টেম্বরে বাংলাদেশ সিরিজ। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেরই সিরিজ আছে। এবিডি ভিলিয়ার্সের চোখ এই সিরিজেই।

কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ শেষে এবি বলেন,‘আপাতত পরিবারকে সময় দিতে চাই। নিজের সন্তানকে স্বাগত জানাব। সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে। তখন যেন প্রস্তুত থাকি, তার জন্য ফিট থাকতে হবে আমার।’

আগামী ২০১৯ সালে ইংল্যান্ডে হবে বিশ্বকাপ ক্রিকেট। আইসিসি টুর্নামেন্টে বরাবরই চোকর্স দক্ষিণ আফ্রিকা। তবে এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্নই দেখছেন এবি। বলেন,‘ আমার একটা স্বপ্ন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতা। আমি দলের অংশ থাকতে চাই। কিন্তু এটা আমার হাত নেই। কোচের সঙ্গে কথা বলতে হবে। কথা বলতে হবে বোর্ডের সঙ্গে। তারা কি ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ। দেখা যাক, দলের হয়ে কীভাবে কাজ করতে পারি।’

(ঢাকাটাইমস/২৬জুন/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :