মেডিটেশনে কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৭, ২১:৪৯ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ২০:২৫

২০১১-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধ্যানে (মেডিটেশন) আরোপিত কর প্রত্যাহার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাজেটে ভ্যাটের আওতামুক্ত পণ্য ও সেবার তালিকায় মেডিটেশনের নাম ছিল না। এমন সংবাদ জানার পর এ কর নিয়ে বেশ সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ জাতীয় সংসদে বাজেটের সমাপনী বক্তব্যে কর প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী।

মেডিটেশনের ওপর কর আরোপের প্রস্তাবে বাজেট আলোচনায় সরব ছিলেন সংসদ সদস্যরাও। তারা নিজেদের বক্তব্যে এর সমালোচনা করেন।

বাজেট বিষয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন: ‘অর্থমন্ত্রী মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়েন। তার মেডিটেশন নেওয়া প্রয়োজন। কিন্তু, তিনি তো আবার মেডিটেশনের ওপর কর আরোপ করেছেন! আমি বুঝতে পারলাম না, এক ঘণ্টা মেডিটেশন করলে যেখানে আমার শরীর-মন সুস্থ হয়ে যায়, অর্থমন্ত্রী আমার ওপর কর বসালেন কেন?’

বাজেট আলোচনায় অংশ নিয়ে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সুনির্দিষ্টভাবে মেডিটেশনের কথা উল্লেখ করে বলেন, ‘যোগকে ভারত সরকার এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে। ব্রিটিশ সরকার যোগ বা মেডিটেশনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে। আমি জানি না, ধ্যানের ওপর কেন ভ্যাট বসবে? মাদকাসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য, বিষণ্নতা থেকে মুক্ত হওয়ার জন্য ধ্যান বা মেডিটেশনের ভূমিকা রয়েছে। আমি আশা করব, এটিকে ভ্যাটের আওতামুক্ত তালিকার অন্তর্ভুক্ত করা হবে।’

বাজেট আলোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি মেডিটেশনে স্থায়ীভাবে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মেডিটেশন সেবার ওপর ভ্যাট প্রস্তাব করা হয়েছিল। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, আমি এবং আরো বেশ কয়েকজন সংসদ সদস্যের অনুরোধ ও দাবির পরিপ্রেক্ষিত মেডিটেশন সেবাকে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছিল। কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছেন, মেডিটেশন সেবার ওপর কোনো ভ্যাট থাকবে না। আশা করছি আবার অর্থমন্ত্রী এটি প্রত্যাহার করে নেবেন এবং স্থায়ীভাবেই এটির ব্যবস্থা নেবেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. এ এফ এম রুহুল হক বলেন, ‘মেডিটেশন একটি ভালো জিনিস। মেডিটেশন করলে স্বাস্থ্য ও মন ভালো থাকে। মেডিটেশন করলে মন ঠিক করে সবকিছু করা যায়। তাই মেডিটেশন থেকে ভ্যাট প্রত্যাহার করা জরুরি বলে মনে করি।’

২০১৬-১৭ অর্থবছরেও মেডিটশনের ওপর কারারোপ করা হয়েছিল। পরে সমালোচনার মুখে সেবারও এ কর প্রত্যাহার করা হয়।

(ঢাকাটাইমস/২৮জুন/টিএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

চামড়া শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে

ফের বাড়ল সোনার দাম, প্রতি ভরি এক লাখ ১৭ হাজার টাকা

সরকারের আর্থিক সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিতে অডিট কার্যক্রমকে ফলপ্রসূ করার তাগিদ

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

এই বিভাগের সব খবর

শিরোনাম :