দিনাজপুরের ভিজিএফের পাঁচ বস্তা গম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ২৩:২৭

দিনাজপুরের বিরল উপজেলা থেকে ভিজিএফ এর ৫ বস্তা গম উদ্ধার করেছে প্রশাসন। বুধবার রাত সাড়ে ৯টায় বিরল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (উপজেলা সহকারী ভূমি কমিশনার) মেজবাহুল হোসেনের নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে। সরকারি বস্তায় রক্ষিত ওই ৫ বস্তা গম শংকরপুর বালাপুকুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার এক ঘণ্টা পর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (উপজেলা সহকারী ভূমি কমিশনার) মেজবাহুল হোসেন মুঠো ফোনে জানান, ওই গমের দাবি করেছে এক ব্যক্তি। ওই ব্যক্তি উপকার ভোগিদের কাছ থেকে ওই গম কিনেছেন। তদন্ত স্বাপেক্ষে তা ব্যবস্থা নেয়া হবে।

উপকার ভোগিদের কাছে গম ক্রয় করলেও তা সরকারি বস্তায় পরিত্যক্ত অবস্থায় কেনো পাওয়া যাবে তার সঠিক উত্তর দিতে পারেননি তিনি।

সম্প্রতি এক ট্রাক্টর ভর্তি সরকারি চোরাইকৃত চালসহ ৩ ব্যক্তিকে আটক করে বিরল থানা পুলিশ। পরে অজ্ঞাত কারণে চোরাই চালের আলামত ট্রাক্টর ও আটক ৩ ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়। ঘটনার দুদিন পর ওই চোরাই চাল সংক্রান্ত আতাউর রহমান আতা নামে এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়।

(ঢাকাটাইমস/২৮জুন/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :