সুন্দরবনে গুরু বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৬:০৫ | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৭, ১৫:৪৬

সুন্দরবনে দস্যুতার অভিযোগে বনদস্যু গুরুবাহিনীর প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দেশি তৈরি পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার বেলা ১২টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা গুরুবাহিনীর প্রধান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে ব্যাব।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, একটি এলজি ও ৬৩টি বিভিন্ন ধরনের গুলি।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আনিস মোল্লা ওরফে গুরু (৩৪) এবং তার সহযোগী আকরাম সানা (৩৫)। এদের বাড়ি বাগেরহাটে।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির দুপুরে ঢাকাটাইমসকে বলেন, সম্প্রতি মো. আনিস মোল্লা ওরফে গুরু নামে এক যুবক ৬-৭ জনকে নিয়ে একটি দস্যু বাহিনী গড়ে তোলেন। গুরু নামে এই বাহিনীটি বেশ কিছুদিন ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অল্প কিছু এলাকায় চাঁদাবাজি করছিল বলে জেলেরা অভিযোগ করেন। বুধবার জেলেদের কাছ থেকে খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় বনের ওপর নির্ভরশীল জেলে নৌকায় চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাহিনী গঠন করে চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে দাবি করেন ওই র‌্যাব কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৫জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :