শাহজালালে এবার ১৯ পিস্তল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৭:৩২ | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১৭:২৪

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার ১৯টি পিস্তল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টার পর বিমানবন্দরের ফ্রেইট ইউনিট থেকে এসব পিস্তল জব্দ করা হয়।

গত রবিবারও শাহজালাল বিমানবন্দর থেকে দুটি পিস্তল জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর দুই দিন যেতে না যেতে আবারও বিমানবন্দর থেকে অস্ত্র জব্দ করা হলো।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, জব্দ হওয়া অস্ত্রগুলো আমদানি নিষিদ্ধ পিস্তল। মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান অস্ত্রগুলো আমদানি করে।

এর আগে ৯ জুলাই রবিবার একই প্রতিষ্ঠানের দুটি পিস্তল বিমানবন্দরে জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এ নিয়ে ইমরান আর্মস অ্যান্ড কোম্পানির ২১টি অস্ত্র জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি ও পাঁচটি এইচকে ফোর ব্র্যান্ডের।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ওই সূত্রটি জানিয়েছে, একটি চালানে ইতালি থেকে ৫৮টি অস্ত্র নিয়ে আসে ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞরা অস্ত্রগুলো পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরোনো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর আলাদা। আমদানিকারক প্রতিষ্ঠান ১৯টি অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আমদানিনীতি আদেশ অনুযায়ী, পুরোনো ও অকার্যকর অস্ত্র আনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে ১৯টি পিস্তল জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, পুরোনো অস্ত্র আমদানি করার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাটাইমস/১১জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে: ভূমিমন্ত্রী

সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত: সালাম

স্যাটেলাইট ইমেজে জানা যাবে কোথায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন: ১২২ উপজেলায় প্রতীক বরাদ্দ সোমবার

বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ফুডসিস্টেম ড্যাশবোর্ডে সহজ হবে নীতিমালা প্রণয়ন: খাদ্য সচিব

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

উন্নত বাংলাদেশ মানে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

এপ্রিলে সড়কে ঝরেছে ৬৭৯ প্রাণ, ক্ষতি ২ হাজার কোটি টাকার বেশি

বস্ত্র ও পাটমন্ত্রীর কাছে ভিসাসহ তিন সমস্যায় সহযোগিতা চাইলেন কোরিয়ান রাষ্ট্রদূত

এই বিভাগের সব খবর

শিরোনাম :