কালোবাজারি: সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৭, ১৭:২৪

নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি ত্রাণের চাল কালোবাজারির দায়ে ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত সাবেক এক চেয়ারম্যানসহ দুইজনকে ১৪ বছর করে কারাদন্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত। একই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা গুণতে হবে। এই টাকা দিতে ব্যর্থ হলে উভয়কে আরও এক মাস কারাভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা বিশেষ ট্রাইব্যূনাল-১ এর বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজনু (৪৮) ও মো. জসিম উদ্দিন (৫৭)। উভয়েই ইউনিয়নটির গগডা গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ২৫ আগস্ট ইউনিয়ন পরিষদ থেকে ৩৩ বস্তা দুঃস্থমাতার চাল কালোবাজারে বেচে দিতে তিনটি টমটমে করে নিয়ে যান চেয়ারম্যান ও তার সহযোগী। গোপন সংবাদে পুলিশ কেন্দুয়া পৌরশহরের চিরাং রোডের তরি বিল্ডিংয়ের সামনে টমটমগুলোতে তল্লাশি চালিয়ে চাল জব্দ করে। পরদিন থানায় পুলিশ বাদী হয়ে ৮২ হাজার ৫০০ টাকার এই সরকারি চাল কালোবাজারির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। একই বছরের ১৯ নভেম্বর আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জিএমখান পাঠান বিমল।

(ঢাকাটাইমস/১১জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :