গাজীপুরে বয়লার বিস্ফোরণ: দায়ী কর্তৃপক্ষের ‘অবহেলা’

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১৪:৪৭

গাজীপুর কশিমপুরে পোশাক কারখানায় যে বয়লারটি বিস্ফোরিত হয়েছে সেটি মেয়াদউত্তীর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। আর এই বয়লার চালানোর জন্য কারখানা কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করা হয়েছে।

দুর্ঘটনার ১০ দিন পর এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেয়। পরে দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান জেলা প্রশাসক হুমায়ুন কবির।

জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে কারিগরিজনিত পাঁচটি এবং প্রশাসনিক দুইটি কারণ চিহ্নিত করা হয়েছে। এছাড়াও তদন্ত প্রতিবেদনে কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য ২০টি সুপারিশমালা পেশ করা হয়েছে।

গত ৩ জুলাই গাজীপুর কাশিমপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩জন নিহত ও অর্ধশত আহত হয়। এ ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসক আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :