দৌলতদিয়ায় একটি ঘাট বন্ধ ছয় দিন ধরে

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৭, ১৫:৪৯

তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২নং ফেরিঘাট গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। ৪নং ঘাটে ফেরি ভিড়তে না পারায় মাত্র পাঁচ কিলোমিটার নদীপথে ফেরি চলতে চার ঘণ্টার অধিক সময় লাগছে। এতে ফেরির টিপ কমে চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। ফলে ক্রমেই দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন।

সোমবার সকাল ৯টায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দুই পাশজুড়ে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজটের দীর্ঘ লাইন হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের লাইন আরও দীর্ঘ হচ্ছে। দৌলতদিয়া ঘাটেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার সহস্রাধিক গাড়ি আটকা পড়ে আছে। এর মধ্যে প্রায় অর্ধেকই যাত্রীবাহী গাড়ি।

তবে রাতে ফেরি চলাচলে আরও সতর্কতা থাকায় এবং ছোট ফেরিগুলো চলতে না পারায় রাতে মাত্র আটটি ফেরি চলে। আর তাতে রাতের নাইট কোচ ও পণ্যবাহী ট্রাকের সারি আরও দীর্ঘ হয়েছে। গতকাল আসা গাড়ি যা আজ বিকালেও ফেরির নাগাল পাবে না।

এদিকে সোমবার সকালে দৌলতদিয়ার ৩নং ঘাটের পন্টুনের র‌্যামের নিচ থেকে পদ্মার তীব্র স্রোতের টানে মাটি সরে যাওয়ায় ওই ঘাটে ছোট তিনটি ইউটিলিটি ফেরি ভিড়তে পারছে এবং ছোট ছোট গাড়িগুলো ওই ঘাটের ফেরিতে লোড আনলোড হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে স্রোতের তীব্রতা আজ আরও বাড়লে ওই ৩নং ঘাটটিও বন্ধ হয়ে যাবে।

তবে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ঘাট সংকটে গাড়ি পারাপার কমে যাওয়ায় তাদের রাজস্ব কমে গেছে। কবে নাগাদ ঘাট ঠিক হবে তাও তারা জানেন না। এটা বিআইডব্লিউটি এর ইঞ্জিনিয়াররা জানেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :